Breaking Bharat : সেই একবারই মেঘ ফিরিয়ে দিলাম ; যদি সারারাত ধরে বৃষ্টি হয় !
মনের মধ্যে নক্সা এঁকে তোকে আমি সব দেখালাম ; আমার গোপনতা , এভাবে ঠিক অন্য রকম কিম্বাটিম্বা দূর করে দেই , যখন আমার ঘুম আসে না ! এই নে কটা সুদূর পাড়ের অবহেলিত স্মৃতি ; যদি থাকিস কাছে , মনটুকু আজ ভীষণ ভাবে খাম খেয়ালী ; অথচ আমি খুব রোম্যানটিক !
আমার চোখের স্বপ্নগুলো এতকাল তো বেঁচেই ছিল ; কিন্তু এখন হৃদয় আমার স্মৃতিশূন্য ,
যদিও এখন ভীতরটা ঠিক অসুখ – বিসুখ আদ্যোপান্ত ধূলোয় ঢাকা ক্রিয়াপদহীন !
আমি যেন আজকে হঠাৎ কী ভাবে যে মধ্যরাতের চাঁদ হয়েছি ; সবটুকু মন শুধুই যেন কবিতা হয়ে থেকেই গেল, তবুও কেন সেই আমিটা আমার থেকে হারিয়ে গেল !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
আজকে কেন এই সময়টা বিশ্রী একটা রাস্তা ধরে চলতে চলতে ফুরিয়ে যাবে ; সেই ঠিকানার খুঁটিনাটি মিলিয়ে নেব কী হি-সাবে ,বলতে পারিশ ? প্রতিবারের মৃত্যুগুলো বেশ মায়াবী ; অনেকটা ঠিক আনকাট ফ্লিমের মত অসম্পাদিত,এই হাতেতে নিছক কিছু স্পর্শ আছে ; এরই ভেতর অপার্থিব সব দাগ লেগেছে !
অনেক দূরে ওই রাস্তায় আমার একটা আমি যেন কতকাল যে দাঁড়িয়ে আছে তোর অপেক্ষায় ; একলা এভাবেই ! মরণ যেন নিপুন ভাবে না’বলা কথায় মরণাপন্ন ; সেই মরণ’ কে খুঁজে দেখার ইচ্ছাটুকু তোকে আবার ফিরিয়ে দিলাম !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে দুটি আন্তর্জাতিক মানের কবিতা
কিছু একটা নির্জনতা অনেকটা ঠিক ভেতর ভেতর বহুব্রীহি এক জটিল ভাস্কর্য ,আমি আবার নিজেকে নিয়ে প্রথম থেকেই মরতে পারি ; ভেন্টিলেশন স্মৃতি হারানো শোকের মধ্যে খুব নিদারুণ ! এইতো আমি পুড়ছি একা মনের ভেতর সেই শ্মশানে ; জ্বলতে জ্বলতে প্রতি জন্মে প্রেম হারিয়ে পুড়েই গেলাম সময় যেন এই আমিকে অনেক ভাবে জ্বালিয়ে মারে ;কোথাও কিছু পাল্টে যাওয়া রাস্তা গুলো এই আমিকে ঘুরিয়ে মারে অন্যভাবে ! এ শুধু তোর কারণে !!
আরো পড়ুন- এই সময়কার প্রখ্যাত Poet Bidyut Bhowmick এর অন্যতম কলমশ্রেষ্ঠ কবিতা
লেখনীকাল :~ ১৯৯৯ সন ১৩ মে |স্থান :~ কবির বাসগৃহ ছায়ানীড় ৷শ্রীরামপুর , হুগলী , ভারত , পশ্চিমবঙ্গ