Breaking Bharat : স্মার্টফোন বিনা এই যুগ পুরোপুরি অচল। আর সেই স্মার্টফোনের (Smart phone) লেজুড় হিসেবে রয়েছে ইন্টারনেট (Internet Problem)। তবে আকছার এই অভিযোগ শোনা যায় যে, মোটা টাকা ট্যারিফ প্ল্যানে খসিয়েও স্লো ইন্টারনেটের (Slow internet) সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। এই পরিস্থিতিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের শাপমুন্নি করা ছাড়া অন্য কোনও উপায় থাকে না বলেই মনে করেন অধিকাংশ গ্রাহকরা।
অথচ স্লো ইন্টারনেটের সমস্যা থেকে রেহাই পেতে সেটিংসে কয়েকটা পরিবর্তন আনলেই কিন্তু কেল্লা ফতে। অর্থাৎ স্লো ইন্টারনেটে দাওয়াই রয়েছে স্মার্টফোন ব্যবহাকারীদের (Smartphone users) হাতের নাগালেই। শুধুমাত্র সেই পরিবর্তনগুলো সেটিংসে অ্যাপ্লাই (Apply in settings) করার অপেক্ষা।
আরো পড়ুন- Smart & i phone : অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে আইফোনের সুবিধা? আসছে নতুন এই ফিচার!
তার আগে জেনে নেওয়া দরকার, মূলত কী কী কারণে এরকম সমস্যার মুখোমুখি হতে হয় গ্রাহককে? প্রথমেই বলে রাখা ভাল, স্মার্টফোনের ক্ষেত্রে যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ টেলি সার্ভিস প্রোভাইডাররা যদি কম স্পিড দেয়, তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে কতটা শক্তিশালী নেটওয়ার্কের (Strong network) আওতায় গ্রাহক রয়েছেন, তার ওপর বিষয়টি নির্ভরশীল।
এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণেও ইন্টারনেটের সমস্যার মুখে পড়তে হয়। তবে এসবের পাশাপাশি স্মার্টফোনের কিছু সেটিংসের কারণেও কমে যেতে পারে ইন্টারনেট স্পিড (Internet speed)। এরকম সমস্যা হলে কী করবেন?
প্রথমে ফোনের সেটিংসে অপশনে (In the settings option) যেতে হবে। সেখানেই মোবাইল নেটওয়ার্ক (Mobile network) অপশন দেখা যাবে। ওই অপশনে ক্লিক করলে নেটওয়ার্ক প্রোভাইডার অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে নেটওয়ার্ক সিলেক্ট অটোমেটিক্যালি অপশন দেখা যাবে। এবার সেখানে ক্লিক করতে হবে। পরবর্তী স্টেপে ওই অটোমেটিক অপশনটি বন্ধ করতে হবে।
আরো পড়ুন- Traveling : ছোট বাচ্চা নিয়ে ভ্রমণ করেন? তাহলে বাচ্চাদের এই বিষয়গুলো মাথায় রাখুন!
অধিকাংশ ক্ষেত্রেই স্মার্টফোন ব্যবহারকারীরা নেটওয়ার্ক সিলেকশনের ক্ষেত্রে অটোমেটিক অপশনটি ডিফল্ট সেট করা থাকে। এই অপশনটি বন্ধ করে তার পরিবর্তে ম্যানুয়ালি নিজের মোবাইল সার্ভিস প্রোভাইডার (Mobile service provider) সার্চ করুন। সার্চ রেজাল্ট থেকে নেটওয়ার্ক সিলেক্ট করুন।
আরো পড়ুন- Buy Cycle : আমি সাইকেল কিনতে চাই ! কিন্তু সাইকেলের চাকার হাওয়া নিয়ে যত সমস্যা ?
এরপর একবার চেক করে নিতে হবে, স্মার্টফোনের নেটওয়ার্ক সেটিংসে 4G নেটওয়ার্ক বা LTE নেটওয়ার্ক সিলেক্ট করা রয়েছে কি না। এই স্টেপগুলি পরপর ফলো করে তারপর ফোনটি সুইচ অফ করে পুনরায় চালু করতে হবে। এভাবে প্রতিটি স্টেপ ফলো করে তারপর ইন্টারনেট চালু করলে ইন্টারনেট স্পিড বাড়ার সম্ভাবনা থাকে।