Breaking Bharat : জগৎখ্যাত ‘কাচা বাদাম’ গানটির স্রষ্টা ‘বাদাম কাকু’ (Bhuban Badyakar) অর্থাৎ ভুবন বাদ্যকরের ভাগ্যের চাকা ফিরে গেছে। কারণ তার এই কাঁচা বাদাম গান গোটা বিশ্ব জুড়ে খ্যাতি লাভ করেছে (world famous song ‘Kacha Badam’)।
এই গানের রিল করেছেন প্রায় বলিউড থেকে হলিউডে বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিরা এবং বিশ্বের বিভিন্ন দেশেও তাঁর গানের রিল সকলেই করতে ভীষণ ব্যস্ত। তাই এবার বাদাম কাকু (Badam Kaku) বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সকলের মধ্যে। এবার লোকে তাকে দেখলেই তাঁর কাছে বাদাম নয় সেই বাদামের গান শোনার অনুরোধ করে। আর তাঁর বর্তমান পরিচয় হয়ে উঠেছে ‘বাদাম কাকু’ হিসাবে।
তবে এবার তিনি তাঁর নিজের সেই পুরনো ব্যবসার পাঠ চুকিয়ে ফেলতে চাইছেন। কারণ এখন রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করা তার পক্ষে আর সম্ভব নয় এবং প্রয়োজনও নেই। তার সংসারের সকল অভাব অনটন ঘুচে গিয়েছে। এবার বাদাম কাকু (Badam Kaku) নিজের ব্যবসা বন্ধ করে করতে চলেছেন অন্য ধরনের কাজ আইটি কাজের মাধ্যমে তিনি পাবেন যথেষ্ট শান্তি ও যথাযথ সম্মান।
আরো পড়ুন- Family : সংসার মানে কি ? শারীরিক চাহিদা পূরণের কারণেই কি সংসার করার তাগিদ?
বীরভূম জেলার গোধূলি বেলা মিউজিক কোম্পানির সঙ্গে, কাচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর (Bhuban is the creator of the song ‘Kacha Badam’) এর সঙ্গে গানের বিষয়ে চুক্তি হয়েছে । আর ইতিমধ্যে গোধূলি বেলা মিউজিক কোম্পানির তরফ থেকে ভুবন বাদ্যকর এর সঙ্গে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছিল ।
আরো পড়ুন- Museum : জাদুঘর বা মিউজিয়াম সবার প্রিয়, কিন্তু জাদু ঘরে ছবি তুলতে দেয় না কেন?
আর সেই ভিডিওতে দর্শকের সংখ্যা হয়েছে প্রায় ৭০ মিলিয়ন। সেই গোধূলি বেলা মিউজিক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “কপিরাইট ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) এর সঙ্গে আমাদের তিন লক্ষ টাকার চুক্তি হয়েছিল।
আরো পড়ুন- Amla Health Benefits : আমলকি কেন খাবেন ? খেলে কি কি উপকার হয় ?
আর সেই চুক্তি অনুযায়ী আজ আমরা তার হাতে দেড় লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হল। আগামী ৭ দিনের মধ্যে বাকি দেড় লক্ষ টাকা তার হাতে তুলে দেওয়া হবে। যেভাবে ভুবন দার গান নিয়ে সবাই ব্যবহার করছিলেন তার পরিপ্রেক্ষিতে একটি পরিকল্পনা করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সফলতা এসেছে।”