Breaking Bharat : লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এর মত মহান গায়িকারা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। আর তারই সঙ্গে আমাদের জনপ্রিয় গায়ক বাপি লাহিড়ী (Bappi Lahiri) ও চলে গেলেন। তিনি হলেন সংগীত জগতে এক নতুন ধরনের গানের প্রবক্তা ছিলেন।
তার সুরেই ভারতীয় সঙ্গীত জগতে আবির্ভাব হয়েছিল ডিস্কো গানের । আর তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন বেশ কয়েক মাস। আর মাত্র ৭০ বছর বয়সেই তিনি করোনার কারণে অবশেষে চলে গেলেন সকলকে ছেড়ে। ফলে আবারও পতন হলো এক নক্ষত্রের। অবসান হলো এক যুগের।
বাপি লাহিড়ী (Bappi Lahiri) প্রায় দুই দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। তিনি ডিসকো গান সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। সআর এই গান সকলের মন জয় করেছিল। গান তো বটেই এছাড়াও তিনি মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তাঁর সোনার কারণে। কারণ তিনি তার গলায়, হাতে, কানে সব জায়গাতেই প্রচুর সোনার গয়না পরে থাকতেন। কিন্তু কেন এমন সোনার গয়না পড়ে থাকতে?
২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুরকার ও গায়ক বাপি লাহিড়ি । বাপি দা তাঁর মনোনয়ন দাখিল করার সময় সোনা ও রুপোর বিবরণ দিয়েছিলেন। সেখানে তিনি মোট ৭৫২ গ্রাম সোনার কথা বলেছিলেন। তখন গহনার মূল্য বিবেচনা করলে দেখা যাবে ১৭ লক্ষ ৬৭ হাজার ৪৫১ টাকা। বর্তমানে এই ৭৫২ গ্রাম সোনার দাম ৪০ লক্ষ টাকা। তিনি প্রতি বছর সোনার জিনিস কিনতেন। তাছাড়াও তাঁর কাছে ৪.৬২ কেজি রুপো ছিল।
আরো পড়ুন- Dak Bungalow Recipe : রান্না তো পাতে যাবে, কিন্তু খাবারকে কেন ‘ডাকবাংলো’ নামে ডাকতে হবে ?
গলায় মোটা মোটা সোনার চেন তাতে আবার ঝুলছে বড় বড় লকেট ,আর চোখে কালো চশমা এই ছিল বাপি দার স্টাইল। এক সাক্ষাৎকারে তার এই স্টাইল নিজেই খোলসা করেছিলেন বাপি দা। তিনি কিং অফ রক এন্ড রোল , এলভিস প্রিসলির ভক্ত ছিলেন ছোট থেকেই।
আরো পড়ুন- Traveling : ছোট বাচ্চা নিয়ে ভ্রমণ করেন? তাহলে বাচ্চাদের এই বিষয়গুলো মাথায় রাখুন!
আরো পড়ুন- Traveling : ছোট বাচ্চা নিয়ে ভ্রমণ করেন? তাহলে বাচ্চাদের এই বিষয়গুলো মাথায় রাখুন!
আর এই বিদেশী সংগীত শিল্পীও সোনার অলংকার পড়তে ভালোবাসতেন , তাঁকে দেখেই ব্যাপী লাহেড়ী ঠিক করেছিলেন তিনি যখন একদিন সফল হবেন এবং গোটা দেশ তাকে এক ডাকে চিনবে। সেদিন তিনি এলভিস প্রিসলির মতই স্টাইল দেবেন। এভাবেই স্বপ্ন পূরণের সাথে সাথে নিজের ইচ্ছাটাকেও পূর্ণ করেন সুর সম্রাট বাপি লাহেড়ী।