Breaking Bharat: বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়ার শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অনেকেই (Divorce or Breakup)। এটা অস্বাভাবিকও নয়। কিন্তু এহেন শোকের আড়ালেই যে আর্থিক উন্নতি লুকিয়ে রয়েছে, তা জানতেন? সম্প্রতি একটি সমীক্ষায় এমনই দাবি করছেন গবেষকরা। তাঁদের মতে, ডিভোর্স বা ব্রেক আপ হওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের।
ডিভোর্স বা প্রেম ভেঙে যাওয়ার ঘটনা আকছার ঘটছে চারপাশে। কোভিড পরিস্থিতিতে বিচ্ছেদের হার যে অনেকাংশে বেড়েছে, সেই রিপোর্টও বহু সমীক্ষায় উঠে এসেছে। আর এই বিচ্ছেদের জেরে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে দেখা গেছে অনেককেই। কেউ কেউ তো ব্রেক আপের পর জীবনেরও পরোয়া করেন না। সোস্যাল মিডিয়া হোক, কিংবা সংবাদমাধ্যম, সর্বত্রই এই নিয়ে জোর জল্পনা।
তবে এ তো শুধু হা-হুতাশের কাহিনি। কিন্তু প্রেম যায়, আর লক্ষ্মী আসে, এমনটা শুনেছেন? কানাডার গবেষকরা তো সেটাই বলছেন। বিচ্ছেদের পর হয় আর্থিক অবস্থার উন্নতি (Financial situation improves after separation)। প্রেম নেই বলে যাঁরা কেঁদে ভাসাচ্ছেন, তাঁদের মনে অল্প হলেও স্বস্তি দিতে পারে সদ্য প্রকাশিত সমীক্ষার ফলাফল।
সম্প্রতি কানাডায় একটি সমীক্ষা চালিয়েছে সেখানের একটি ব্যাঙ্ক। মোট ১৭০০ জনের ওপর চালানো হয়েছে সেই সমীক্ষা। ওই ব্যাঙ্কের সমীক্ষায় যে রিপোর্ট উঠে এসেছে, তা দেখে গবেষকদেরই চোখ কপালে ওঠার জোগাড়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের।
বিচ্ছেদের পর যাঁদের আর্থিক উন্নতি হয়েছে, তাঁদের সংখ্যাও নেহাত কম নয়। সূত্রের খবর, সমীক্ষায় অংশ নেওয়া মোট জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশই জানিয়েছেন, বিবাহিত থাকাকালীন কিংবা প্রেমের সম্পর্কে থাকার সময় তাঁদের অর্থনৈতিক অবস্থা যা ছিল, বিবাহবিচ্ছেদ কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এবং সেই উন্নতির ধারা যে অব্যাহত থাকবে, সেই বিষয়েও আশাবাদী তাঁরা। কিন্তু ঠিক কী কারণে তাঁরা এতটা আশাবাদী?
বিশেষজ্ঞরা কারণ হিসেবে বলছেন, বিচ্ছেদ হওয়ার সময় প্রাথমিকভাবে মানসিক কষ্টে ভোগেন অনেকেই। কেউ কেউ সহজে সামলেও উঠতে পারেন না। তবে একটা সময় পর যখন বাধ্য হয়ে মেনে নিতে হয়, তখন আয় ও ব্যয়ের হিসেব বুঝতে শেখেন বেশিরভাগ মানুষ। সমীক্ষার রিপোর্টও তেমনটাই বলছে। পরিসংখ্যান বলছে, কানাডার ওই ব্যাঙ্কের করা সমীক্ষায় অংশগ্রহণকারীর ৫২ শতাংশ মানুষের বক্তব্য হল, বিচ্ছেদের পর আয় ব্যয়ের হিসেব অনেক বেশি বুঝতে শিখেছেন তাঁরা।
আরো পড়ুন- Breeding : বংশ বিস্তারের সমীকরণ কি বদলে গেল ? পুরুষ ছাড়াই বংশবিস্তার করছে নারী, এটা কি সম্ভব?
আরো পড়ুন- Regret in life : জীবনে অন্তত আফসোস করে বাঁচবেন না! আপনার প্রাপ্য থেকে কেউ আপনাকে বঞ্চিত করবে না
এছাড়া ৫৭% মানুষ বলেছেন, বিচ্ছেদের পর তাঁদের খরচ কমে গিয়েছে অনেকটাই। এই সমস্ত কারণে তাঁদের আর্থিক অবস্থা উন্নতি হচ্ছে। তবে কেউ কেউ এমনটাও জানিয়েছেন, বিচ্ছেদের ফলে একা থাকায় শুধুমাত্র নিজের আয়ব্যয়ের হিসেব রাখা অনেক সহজ। এর প্রভাবও পড়ে ব্যাঙ্ক ব্যালেন্সে। এমনটাই জানিয়েছেন প্রায় ৫৪ শতাংশ মানুষ।
আরো পড়ুন- Family : সংসার মানে কি ? শারীরিক চাহিদা পূরণের কারণেই কি সংসার করার তাগিদ?
তবুও দিল্লির লাড্ডুর কথা জানেন নিশ্চয়ই! খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। এমনটাই জনশ্রুতি রয়েছে। তা বলে কি সুখে শান্তিতে সংসার করছেন, এমন মানুষও কি পৃথিবীতে নেই? আলবাত আছে। কিন্তু যদি একান্তই সমস্যা হয়, সেক্ষেত্রে খারাপ শোনালেও ভবিষ্যতের কথা ভেবে বিচ্ছেদই হয়তো সমাধান। তবে যা-ই হোক না কেন, মানুষ অভ্যেসের দাস। মানুষ মেনেও নেয় সবটা। এবার বিচ্ছেদের সঙ্গে যদি উপরি পাওনা হিসেবে আর্থিক অবস্থার উন্নতি হয়, তাতে ক্ষতি কী?