Breaking Bharat News Desk : ভূমিকাপট :
কবিতা লেখার সময় ক্ষণ তিথি মিম্বা নক্ষত্র,কিম্বা আমার শ্রীরামপুরের ছায়ানীড় “- এর বাড়িতে কবিতার বাতাবরণ আমার লেখার জন্য তৈরি হয়ে থাকবে ,এটা কিন্তু বড্ড বেশি চাওয়া হয়ে যায় , তাইনা ? এসব নিয়ে আমি চলি না ৷ কবিতা যখন আমার পায় তখন আমার অদেখা ঈশ্বরের কাছে দয়াপ্রার্থীর মত অন্তর নত করে অন্তর্গত স্তব করি যদি তাঁর অশেষ কৃপাতে একটা সত্যিকারের ভালো কবিতা আমার কলম দিয়ে জন্মায় ! এর জন্য উক্ত বিষয় গুলি অহেতুক আশা করাটা অনেকটাই বাতুলতা ছড়া আমি অন্য কিছু মনে করি না ! সঙ্গে নিভৃত স্তব্ধতা ! এটা হয় নাকি , বা পৃথিবীর সমস্ত কবিদের ভাগ্যে জুটেছে ? যাই হোক , আপনারা যে আমার কবিতা প্রায় চল্লিশ বছর ধরে পড়ে আসছেন , এবং আমাকে সহ্য করে চলেছেন এর জন্য আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এক আকাশ নীলাশ্মদ্যুতি মাখা হিমেল শুভেচ্ছা ও পাহাড় প্রতিম কৃতজ্ঞতা ৷
এই সময়কার প্রখ্যাত Poet Bidyut Bhowmick এর অন্যতম কলমশ্রেষ্ঠ কবিতা
বিদ্যুৎ ভৌমিক১৭/১০/২০১৮,ধ্রুপদী কবিতা : ২০১৬ লিখিত
পুরুষ ক্যালেন্ডার :বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick)
অবলীলায় মন ছদ্মবেশ নিলে হাওয়াতে ভাসে কবিতার আশির্বাদ !
মধ্যরাত থেকে পরিণত সময় জ্যোৎস্না স্নানে এভাবেই ডুবেছে নিরাভরণ ,তবু কিছুটা এগিয়ে তাকানো ; যদি এ’ সময় ঘুমন্ত কীটেরা স্বপ্ন ছিড়ে উঠে আসে সহজ বিছানায় !
চোখের আশেপাশে দীর্ঘশ্বাস ঈর্ষায় চুপ,স্বাভাবিক ভাবে অভিমানে পোড়া ভীষণ বেহায়া ! যদিও পোশাকের ভেতর পৃথিবীর সমস্ত নগ্নতা একপাল বৃষ্টিতে ভেজে ! এই হাত এতকালের অচেনা ছায়াকে ছোঁয়!
যদি বিপরীতে হাঁটি,রাস্তার মধ্যে অপরিচিত ছায়ারা কৃপা চোখ নিয়ে স্মৃতিভ্রমে ডোবে ! এই এক অবুঝ নীরবতা,অতল থেকে সারারাত ধরে স্পর্শ নিয়ে ঘোরে !
সত্যি এক অন্য নিয়মে চলছে সময়,তবুও নিষ্কৃতি নেই প্রতিজন্মের ক্যালেন্ডারের ! মধ্যে একটা অভিমানে নিচু নীরবতা,দরজার কাছে এসে নতুন মৃত্যু দেখে আরও নৈঃশব্দ ঘনায় !
Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর নির্জন পাড়ার কবিতা
যতবার মরেছি ,অস্পষ্ট হয়েছে পথ-সময় ,এবং স্মৃতির অতীত ! চোখের মধ্যে বাসা বাধে আনাত্মীয় অন্ধকার ,তবুও তো এই পথেই ভুলতে হয় দৃশ্যমান শরীর গুলো !
যদি এভাবেই মৃত্যু নিয়ে ঘুম ভাঙে রোজ- কথাসারি প্রতিটা জন্মের কাছে ,! একবার আঁধার থেকে সরে এসে অন্য অভিন্ন পথ অচেনা অদেখা আমারই মত আরও কত ভাসমান এলোমেলো ছায়ার মিছিল ,কেউ কথা বলে ! কেউবা এই সহজ নীরবতায় আমার মৃত্যুকে ধিক্কার দেয় চাপা গলায় !
এভাবে মরতে হবে প্রতিবার অতল গোপনে !
এই ঘরে আমীত্বহীন নৈঃশব্দ বেমালুম অন্ধ হয়ে গেছে ৷ অনেকটা পথ এভাবেই চলতে চলতে একদলা স্মৃতিগন্ধে তারাদের বিজ্ঞাপণ পোশাকহীন আকাশে ঘুরে মরে ! তবুও তো মরি আক্ষরিক এবং ভালোবাসাহীন ! যাবতীয় স্তব্ধতা ফুল চন্দনের গন্ধে ভীষণ ভিখারি ,এই খানে একলা দাঁড়িয়ে কাঁদে জন্মঋণের প্রাচীন খোলস !
Poet Bidyut Bhowmick : প্রখ্যাত কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা
যে শ্মশানে প্রতিটা মৃত্যু পুড়েছে,সেখানে প্রতিদিনের স্বপ্নগুলো অবুঝ – নির্বোধ ! এই চারপাশে আমাকেই দেখি ; নতুন জন্ম নেবার অন্য শরীরের অপেক্ষায় অব্যক্ত নীরবতা নিয়ে ব্যক্তিগত বৈরাগী ভিখারী হয়ে দাঁড়িয়ে ! এখানে প্রতিটা মৃতুতে বৃষ্টি হয় ; কেউ একজন অশৈশব একই ভাবে আমার চেনা কবিতার স্তবক আমার মৃত্যু শেষে আমাকে শুনিয়ে অপার্থিব ভীড়ে মিশে যায় !!
লেখনীকাল : ২০১৬ , ১৬ ই জুন ৷ স্থান : কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসস্থান ছায়ানীড় , শ্রীরামপুর , হুগলী , ভারত , পশ্চিমবঙ্গ