Breaking Bharat : কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা : ভূমিকাপত্র (Bidyut Bhowmick) এই টিপটিপানী বৃষ্টির ভেতর পৌষ মাসের উত্তুরে বাতাস ; সত্যি অতলান্তে রোমাঞ্চ লাগে ! আমার আজীবনের মহামান্য স্বপ্ন গুলো এত দূরের পথ পেরিয়ে গিয়ে অকস্মাৎ আবার ফিরে আসে এই মনেতেই ! স্মৃতির পৃষ্ঠা মেলে ধরি , একে একে ছায়াছবির মত স্মৃতিগুলো প্রাণীত নিঃশ্বাস ছাড়ায় এই মনে ! কী ভাবে যে এই বছরটা কেটে গেল ; বেশিটাই প্রিয়জনদের চলে যাবার ব্যাথা অন্তস্থলকে যন্ত্রনাই দিয়ে গেল ! যাই হোক , 2022 যে বছরটা আসছে সেটা যেন সকলের মঙ্গল সাধন করে এই কামনা করি আমার অদেখা ঈশ্বরের কাছে ৷ সবাই ভালো থাকুন , সুন্দর ও সুস্থ থাকুন ৷
বিদ্যুৎ ভৌমিক ৩০/১২/২০২১ হীমপ্রবাহ এবং ব্যক্তিগত মৃত্যু পথ : বিদ্যুৎ ভৌমিক (Breaking Bharatpoet of Bharat and Bangladesh Bidyut Bhowmick)
শুভারম্ভে আড়াল নির্বাসিত সমৃতিগুলি প্রতিদিন হয় অন্তহীন একা ! এই নিঃসঙ্গ বেমালুম মৃত্যুকে পৃথিবীর প্রচীন নাটক দেখায় কতবার , কতভাবে ! এই আকাশ ডোবা অন্ধকারে চাঁদ পুড়ে যায় নানাবিধ ঘুমন্তে ; কবেকার অন্ধকার ঠেলে নীরবতা অফুরান এবং ৷ এখান দিয়ে গভীরের পথ জ্বলে ওঠে জন্মের কথা মনে করে !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
ওধারটায় পারিপার্শ্বিক চোখেরা নিছক অতলান্ত দিয়ে কাছে চলে এলে ; শরীর থেকে স্মৃতিমত্ত স্বপ্নরা ক্যালেন্ডারের দিন গুলো খোঁজে সুচারু অত্যন্ত গোপনে ! শেষের দিনগুলো সড়ক হেঁটে এগিয়ে চলে এলে অভাগা ছয়ারা ভাসে অপেক্ষাকৃত কান্নায় ! দুহাতে মেখেছি ভরাট স্বপ্নের অন্ধকার ! বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ওঠে অশরীর ভালো লাগার দিন ; পথের মধ্যে চুপ হয়ে জেগে বসে থাকে অর্ধেক মৃত্যু গুলো , যদিও এ সময়ে মৃতদেহ গুলো নগ্ন শরীর নিয়ে হেঁটে যাবার সময় সারারাতটা ফিরিঙ্গি ডাঙা লেনের সরু গলিটায় স্মরণ করে আত্মার আত্মীদের ! এই নির্জন গভীরে প্রাণ লুঠ করে অতৃপ্তির জ্বালায় ! এই এক দিকচিহ্নহীন অতীত,ব্যক্তিগত রোগ গুলোকে সোহাগ মাখায় একান্ত নীরবতায় !
আরো পড়ুন- An interview of Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক”- এর সাক্ষাৎকার,Breaking Bharat
এই চোখ দিয়ে যন্ত্রণার বিজ্ঞাপণ অবহেলায় অন্তরীক্ষে দেখে তেপান্তরের শ্মশান , যাবতীয় যা কিছু ; প্রেম অপ্রেম একদলা বিষাদ গন্ধে ঢাকা , তবুও মৃত্যুর রাস্তায় প্রতিজন্মের প্রেমকে পাপ মোচনের উপদেশ দেই ! কেউ এই কথা গুলোকে ইস্ত্রি করা পোশাক পড়িয়ে ভদ্র সভ্য করে তোলে ৷ সাতাশ বছর পর নির্জনতা হয় খেলার সঙ্গী , মরে যাবার দিন সাতেক পর এই ঘরে ঢুকে দেখি ; যেভাবে গুছিয়ে রেখে গেছি আমার কবিতা গুলো , সেসব অফুরান অসহবাসের দুঃখ ভোগ করতে করতে বেঁচে থাকে মৃত্যুর বিছানা পেতে অন্য এক জীবনের অপেক্ষায় !!
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিজয় উৎসব”- উপলক্ষে কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা
লেখনীকাল : ১০/০৮/১৯৯৯ স্থান : কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসগৃহ ছায়ানীড় শ্রীরামপুর,হুগলী,ভারত, পশ্চিমবঙ্গ