Breaking Bharat : কথা প্রসঙ্গে :কবি বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick) ৯০”- সময়ে যে সব লেখা আমার মস্তিষ্ক প্রসুত হয়ে সাদা পৃষ্ঠায় নীল কালির শব্দ – অক্ষরে ভরতো , সেগুলো”- র কিছু কিছু পৃষ্ঠা খুঁজে পেতে আমাকে খুবই কষ্ট করতে হয়েছে ! তার প্রধান কারণ , ওই পান্ডুলিপি”- র ১৯৯০ থেকে ২০২১ এর শেষ সময়ে ভীষণ খারাপ অবস্থা ! পৃষ্ঠা গুলো কোনোটা আস্ত আছে , আবার কোনোটা ছিঁড়েটিরে অসাস্থকর চেহারা নিয়েছে !
বেইমান পাড়ার জ্যোৎস্না :বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick)
সেই জীর্ণ পান্ডুলিপির দিকে তাকিয়ে সময় খরচ করা সমৃতিগুলো মনের দর্পণে ভেসে উঠতেই ; মন খারাপ করা না ভালো লাগা সময় টাকে ধীক্কার দিতে ইচ্ছে করছিল ! এক সময় সুনীল দার ( কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়) বাড়িতে ওই পান্ডুলিপি থেকে তাঁকে একের পর এক কবিতা পড়ে শুনিয়ে ছিলাম ! সুনীল দা আমার কবিতা গুলি শুনে ভালো-মন্দ আলোচনা করতেন , এবং আমাকে উপদেশ দিতেন ! সেসব এখন অক্ষত স্মৃতি !
আরো পড়ুন- Diabetes : মাত্র ৭ দিনেই কমবে ব্লাড সুগার !
যাই হোক , অনেক কষ্ট করে একটি কবিতা ওই ছিন্নভিন্ন পান্ডুলিপি থেকে উদ্ধার করে সামান্য সম্পাদনা করেই তবে ব্রেকিং ভারত”- কে দিলাম ! এই সম্পাদনা করতে গিয়ে খুবই কঠিন ও কঠোর শ্রম এবং সময় দিতে হয়েছে আমাকে ৷ তবে কবিতাটি আমি সম্পাদনা করলেও লেখাটাকে অসম্পূর্ণা রাখতে বাধ্য হয়েছি ! তাই পাঠক বন্ধুদের কাছে অনুৰোধ , অনুগ্রহ করে এই লেখাটি একটু সময় ও আন্তরিকতার সাথে পড়বেন ৷(বিদ্যুৎ ভৌমিক,১০/০৫/২০২১)
পোয়াতি সদবা মেয়েটিকে দ্রুত বেশ কিছু ছায়া নিয়ে চলেছে ; শ্মশান শ্মশান গন্ধ বাতাসে খেলছে অশরীর খেলা ! ওরা মৃত্যুর মত নীরবতা নিয়ে একাই এক সাথে চলেছে যুগ পেরিয়ে অসংজ্ঞায়িত পথে ! দূরে অন্য এক যাবতীয় নৈঃশব্দ একমাত্র ওদের পায়ের শব্দ নিশির রেখাকে পেরিয়ে যাবার দুঃসহ শ্বাস-প্রশ্বাসের হাঁপুনি শোনাচ্ছিল !
আরো পড়ুন- ATM : এবার বাড়ছে এটিএম থেকে টাকা তোলার খরচও,ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
অদূরে জ্বলে উঠে নিভে যাচ্ছে চিতার আগুন ! সেটা অন্য এক অতিমানবের আঁকার নিচ্ছিল ; চিতার জ্বলন্ত কাঠ দেহটাকে অলীক রাতের ম্যাজিক দেখাচ্ছিল গোপনাঙ্গ ভ্যানিস করে দিয়ে ! ওই যুবতী পোয়াতি মেয়েটির পেটের মধ্যে বহুজন্মের মৃত্যু নিয়ে অদেখা শিশু শরীরটা একেবারে পাথরের ভাষ্কর্য আঁকা আমার কল্পনা যেন ! আগুনের হল্কায় নামগোত্রহীন মৃতদেহটার পাঁজোড় ফাঁটছিল,! এভাবেই অন্ধকার নিয়ে পলাতক অপরাজিতারা চলে যায় ছায়া মুছে দিয়ে ; অদূরে আনাত্মীয়ের চোখের কাজল গোলে যায় বেইমান পাড়ার ধারে কাছে !
আরো পড়ুন- Booster Dose of Covid Vaccine : ওমিক্রন রুখতে ৪০ ঊর্ধ্বদের জন্য করোনার বুস্টার ডোজ
কোথাকার আবেদনে সমৃতি ছুট্ সময় লুকিয়ে লুকিয়ে সেই পোয়াতি যুবতীর নগ্ন শরীরটাকে প্রথম বার দেখার আগ্রহে বিস্মৃতির ছদ্মবেশ নিয়ে পরবাস্তবের কাছাকাছি মুখ লুকিয়ে দাঁড়িয়ে যাকে !ছায়া শরীরেরা পথে এসে থামে বিজ্ঞাপনহীন ; একক এক সঙ্গে ! বাতাস তখন ছড়িয়ে দিয়েছে নারীদেহের ফুল চন্দনের গন্ধ ; অন্তরালে কোথাও কোথাও মৃত্যুর ছবি দর্পণে জীবন্ত দেখা দেয় , পোশাকহীন হেমন্তের চাঁদও ছলনা জানে ; তা না হলে যুবতী পোয়াতির নগ্ন শরীরে ঢেলে দিতে পরে প্রতাঘ্নের জ্যোৎস্না !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি অপ্রকাশিত শেষ না হওয়া কবিতা
ভিতরে অবুঝ অস্থিরতা সমস্ত নির্জনতা ভাঙে সততই এভাবে ! শ্মশান এলাকায় ডুবে যায় এতকালের জন্মঋণ ; টকঝাল স্বপ্ন ছদ্ম আদর্শ কবিতার অন্য কোন স্তবক অলিখিত থাকে বেইমান পাড়ার জ্যোৎস্না ঢাকা পথে !!
লেখনীকাল :~ ০৯/০৯/১৯৯০,স্থান : কবির বাসগৃহ-ছায়ানীড়,শ্রীরামপুর , হুগলী ,পশ্চিমবঙ্গ , ভারত