Breaking Bharat : নরেন্দ্র মোদীর (Narendra Modi) জমানায় ব্যাঙ্কিং ক্ষেত্রে একের পর এক নয়া সিদ্ধান্ত দেখেছে দেশবাসী। এর ফলে এই সেক্টরে যে প্রভূত উন্নতি হয়েছে, সম্প্রতি তেমনটাই দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। তবে ব্যাঙ্কের সংযুক্তিকরণ থেকে শুরু করে ব্যাঙ্ক দেউলিয়ার মতো ঘটনা নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কও তৈরি হয়েছে।
এবার সেই আতঙ্কের পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাঙ্কিং রেগুলেটর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনও ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলে গ্রাহকরা আগের তুলনায় পাঁচগুণ টাকা বিমা হিসেবে পাবেন বলেই জানিয়েছেন তিনি। এই বিমার আওতায় রয়েছে প্রায় সবই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক এবং কো অপারেটিভ ব্যাঙ্ক।
গ্রাহক যেই ব্যাঙ্কে টাকা রাখুন না কেন, সেই সঞ্চিত অর্থরাশির যদি সুরক্ষিত না থাকে, তাহলে আশঙ্কা তৈরি হওয়াটাই স্বাভাবিক। সেই কথা ভেবে ব্যাঙ্ক দেউলিয়ার মুখে পড়লে গ্রাহকদের জন্য বিশেষ বিমা চালু করেছে আরবিআই। ব্যাঙ্কিং রেগুলেটরের তত্ত্বাবধানে এই বিমার স্কিম চালায় ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসি।
তাদের তরফে আগেই জানানো হয়েছে, ফিক্সড ডিপোজিট, সেভিংস বা রেকারিং ব্যাঙ্কে যে স্কিমেই গ্রাহকরা টাকা জমা রাখুন, সেই ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে বা ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা কোনও কারণে যদি আরবিআই সেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে তাহলে গ্রাহকরা তাঁদের জমানো অর্থরাশির ইনস্যুরেন্স মানি ফেরত পাবেন। তার জন্য গ্রাহককে আলাদা করে কোনও প্রিমিয়াম দিতে হবে না।
এই খাতে ব্যাঙ্কই গ্রাহকের হয়ে সেই প্রিমিয়াম জমা করবে। তবে এক্ষেত্রে গ্রাহক কর শতাংশ টাকা পাবেন, তা নিয়ে ধন্দ রয়েছে অনেকের মনেই। আরবিআই-এর নিয়ম অনুসারে এতদিন পর্যন্ত এই ধরনের অপ্রীতিকর ঘটনায় গ্রাহক যত টাকাই জমা রাখুন না কেন, তিনি সর্বোচ্চ এক লক্ষ টাকা বিমা হিসেবে ফেরত পেতেন। এবার এই বিষয়েই বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi took a big decision)।
Savings bank Account: ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা কী?
বিমা বাবদ আগে যে ১ লক্ষ টাকা ফেরত পাওয়ার নিয়ম ছিল, তা বাড়িয়ে এখন ৫ লক্ষ টাকা করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে ব্যাঙ্ক আমানতকারীদের উদ্দেশ্যে ডিপোজিট ইনসিওরেন্সের পরিমাণ সংক্রান্ত এমনই বার্তা দিলেন মোদী৷ তিনি এদিন জানান, এতদিন পর্যন্ত আমানতকারীরা কোনও ব্যাঙ্ক দেউলিয়া হলে সর্বাধিক এক লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতেন। সাধারণ মানুষের কথা ভেবে ভারত সরকার এই আমানতকে পাঁচ লাখ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷
আরো পড়ুন- Divya Bharti : বলিউডের নায়িকা দিব্যা ভারতীর নিজের জগত কেমন ছিল?
তবে আজকের এই সিদ্ধান্তের নেপথ্যে যে ‘মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী’র কৃতিত্ব অনেকটাই, তাও বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তিনি জানান, ব্যাঙ্ক ডিপোজিট ইনসিওরেন্সের কভার এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন নরেন্দ্র মোদী। তখন তাঁর সেই আবেদনকে গুরুত্ব দেওয়া হয়নি।
আরো পড়ুন- ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন? জানেন কি এটা সুস্থতার লক্ষণ নাকি অসুস্থতার?
এবার মানুষের নির্বাচনে শাসনে এসে নিজে হাতেই সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী। দিল্লির বিজ্ঞান ভবন থেকে এদিন UPA সরকারকে নিশানা করেন মোদী। মঞ্চ থেকে তিনি বলেন, ‘আজকের এই নতুন ভারত সমস্যা থেকে পালায় না।
আরো পড়ুন- Buy Medicines : জিনিসপত্র কিনতে দরদাম, কিন্তু ওষুধ কিনতে দরদাম নয় কেন ?
বরং সেগুলি সমাধানের চেষ্টা করে। আগের জমানায়, সব সমস্যাকে কার্পেটের তলায় মুড়ে রাখা হত।’ তবে বিমা সংক্রান্ত প্রধানমন্ত্রীর নতুন গৃহীত সিদ্ধান্তে যে কিছুটা হলেও স্বস্তিতে ব্যাঙ্কের গ্রাহকরা, তা বলা বাহুল্য।