Breaking Bharat : মদ্যপান (Drink ) নিয়ে বিধিবদ্ধ সতর্কীকরণ থাকা সত্ত্বেও সম্প্রতি এই রাজ্যে মদ বিক্রির রিপোর্ট প্রকাশ্যে আসতে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল বাঙালির। লকডাউনের পর মদের দোকান খোলায় হিড়িক লেগেছিল ক্রেতাদের। সমস্ত সতর্কীকরণ উপেক্ষা করে ক্রেতাদের মনের মধ্যে একটাই সুর ধরা পড়েছিল, ‘মদ্যপানের বিরোধী যারা, তাদের মাথায় পড়ুক বাজ’।
তবে এবার মদ খেয়ে বেহুঁশ হওয়ার নিরিখে বিভিন্ন দেশের তালিকা এল প্রকাশ্যে। সম্প্রতি এক আন্তর্জাতিক সংস্থা (international organization) বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে সমীক্ষা চালিয়ে প্রকাশ করেছে সেই তালিকা। বহুদিন ধরেই কানাঘুষো নানা কথা শোনা গেলেও কিছুদিন আগে বিলিতি মদের দাম কমার খবর প্রকাশ্যে এসেছিল। সুরাপ্রেমীদের মধ্যে তা নিয়ে স্বস্তিও চোখে পড়েছে।
এরই মধ্যে চোলাই বিক্রি রুখতে এবং পরিবর্তে দেশি মদের বিক্রি বাড়াতে অভিনব পন্থা অবলম্বন করেছে রাজ্য সরকার। বিকল্প হিসাবে বাজারে এসেছে মহুয়াগন্ধি মদ। নাম ‘মহুল’। মাত্র ২৮ টাকাতেই মিলবে এই মদের বোতল। তা নিয়ে রাজ্য রাজনীতিতেও কম শোরগোল পড়েনি। বিশেষত বিরোধীরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে একপ্রকার কটাক্ষ করেই নানা মন্তব্য করেছে।
আরো পড়ুন- ডায়াবেটিসে আক্রান্ত হলে বুঝবেন কিভাবে? ঘরোয়া উপায়ে কিভাবে আপনার সুগারকে নিয়ন্ত্রণে রাখবেন ?
এই পরিস্থিতিতে মদ খেয়ে বেহুঁশ হওয়ার নিরিখে প্রকাশিত আন্তর্জাতিক সংস্থার বিশ্বব্যাপী করা সমীক্ষার রিপোর্ট নিয়ে শুরু হয়েছে হাসির রোল। নেটপাড়ায় তা নিয়ে চলছে আলোচনাও। রিপোর্ট বলছে, মদ্যপানে বেহুঁশ হওয়ার নিরিখে গোটা বিশ্বে মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
গোটা বিশ্বের পরিসংখ্যান মিলিয়েও অস্ট্রেলিয়ার ধারেকাছে কেউ নেই এদিক থেকে। সমীক্ষায় বলা হয়েছে, গড়ে বছরে প্রায় ২৭ বার মাতাল হয়েছেন অস্ট্রেলিয়ানরা। এদিকে গোটা বিশ্বের মধ্যে অতিরিক্ত সুরা পান করে বেঁহুশ হওয়ার গড় বছরে ১৫ বারের কাছাকাছি।
আরো পড়ুন- ড্রাগন ফল চাষে বাড়ছে আগ্রহ,টবেই এই ফলের চাষ করেই স্বনির্ভর
এদিকে কিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে মদের দোকান বাড়তি সময় খোলার ছাড় মিলতেই রেকর্ড হারে মদ বিক্রির খবর পাওয়া গিয়েছিল। আবগারি দফতরের দেওয়া তথ্য অনুসারে, চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রায় ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে এই রাজ্যে। এছাড়াও এক কোটি ৪৬ লক্ষ লিটার দেশি মদ বিক্রি হয়েছে এই পুজোর মরসুমে। অন্যদিকে বিয়ার বিক্রি হয়েছে ৪৩ লক্ষ ৭৪ হাজার লিটার এবং বিদেশি মদ বিক্রি হয়েছে ৩৭ লক্ষ ৯৭ হাজার লিটার।
রাজ্যে মদের এহেন বিক্রির রিপোর্ট নিয়ে বিরোধীদের মধ্যে সুর চরম হলেও রেকর্ড পরিমাণে মদবিক্রি শুধু এই রাজ্যেই নয়। এক্ষেত্রে অন্যান্য দেশও যে পিছিয়ে নেই তা প্রমাণিত হল সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায়। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়াই।