Breaking Bharat : Srabanti Chatterjee: বিধানসভা নির্বাচনের আগে দলবদলের ঘটনা আকছার ঘটেছে রাজ্য জুড়ে। তবে মোহভঙ্গের ঘটনাও রাজ্যবাসীর অজানা নয়। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেও ফের ঘরে ফিরেছেন বঙ্গ রাজনীতির তাবড় তাবড় নেতা-নেত্রীরা।
তাছাড়া তৃণমূল নেতৃত্বের তরফে সবাইকে স্বাগত জানানোর বার্তাও শোনা গেছে। এরই মধ্যে রাজনীতির মঞ্চে জল্পনা যেন কিছুটা উস্কে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঘাসফুলের কর্মীসভায় দেখা গেল তাঁকে। স্থানীয় বিধায়কের মন্তব্যেও শোনা গেল শ্রাবন্তীর তৃণমূলের যোগ দেওয়ার সুর।
চলতি বছরের নির্বাচনকে পাখির চোখ করে গেরুয়া শিবির একের পর এক তৃণমূলের নেতা-নেত্রীদের দলে নিয়েছিল। বহু তারকাও নাম লিখিয়েছিলেন বিজেপি-র খাতায়। তবে নির্বাচনে পরাজয়ের পর বিজেপি ছাড়ার প্রবণতাও দেখা গেছে। এবার সেই তালিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম কি যুক্ত হল? অন্তত বাসন্তীর কর্মীসভায় যে দৃশ্য দেখা গেল, তা তো এমনই বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজ্যের মানুষ।
আরো পড়ুন- Black spots under the eyes: চোখের তলায় কালো দাগ, তাহলে কি চোখে চোখে কথা হবে না?
যদিও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদানের খবর মেলেনি, তবে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ভরা মঞ্চে দাঁড়িয়েই এদিন বলেন, ‘শ্রাবন্তী এখন তৃণমূলে, অন্য কোনও দলে নেই’। তাছাড়া খোদ অভিনেত্রীর মুখেও শোনা গেছে নরম সুর। এদিন কর্মীসভা থেকে শ্রাবন্তী বলেন, ‘আমি এই বাংলারই মেয়ে। বাংলার জন্য কাজ করতে চাই। মমতাদিকে ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আপনাদের হয়েই কাজ করতে চাই।’
আরো পড়ুন- Pain after period : পিরিয়ডের এর পরে সমস্যা বাড়ছে ,যন্ত্রণা কমছে না? কী করবেন?
শুধু নির্বাচনের ফলাফল প্রকাশের পরই যে শ্রাবন্তীকে নিয়ে বাংলার রাজনীতিতে জল্পনা চলছে, এমনটাও নয়। যে শ্রাবন্তী বাসন্তীর কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, তিনিই ভোটের আগে টুইটে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত ২৪ মার্চ মনোনয়নপত্র পেশের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
আরো পড়ুন- ‘লাগে টাকা দেবে গৌরী সেন’! কেন টাকা দেবেন তিনি ? কে তিনি? কত টাকা আছে তার কাছে?
তার সঙ্গে লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির (Narendra Modi) নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি, তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফূর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সঙ্গে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে-দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিলাম’।
যদিও মনোনয়ন পেশের ছবি পোস্ট করার চারদিন বাদেই আবার দোলের উৎসবে দেখা গিয়েছিল শ্রাবন্তী-সহ বিজেপি-র পায়েল, তনুশ্রীর মতো তারকা-প্রার্থীদের। গঙ্গাবক্ষের সেই দোলের অনুষ্ঠানে তাঁদের সঙ্গে ছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তবে এই মুহূর্তে বাসন্তীর কর্মীসভায় শ্রাবন্তীর উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে।