Breaking Bharat: চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের (Job Seeker) জন্য বড় সুযোগ আনল রাজ্য সরকার। তাছাড়া রাজ্যের যেকোনও জেলার বাসিন্দারাই এই চাকরির জন্য যোগ্য। রূপশ্রী প্রকল্পের (Rupashree Project) কাজের জন্যই সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার।
অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটরের মতো একাধিক পদের জন্য আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা। চুক্তিভিত্তিক কাজ হলেও কর্মসংস্থানের এই সঙ্কটের সময় চাকরির পরীক্ষার জন্য এই রাজ্যের যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য দুর্দান্ত সুযোগ, বলাই যায়।
রূপশ্রী প্রকল্পের এই শূন্যপদের কীভাবে আবেদন করবেন?
আপাতত অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে বেতন ১৫,০০০ টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে অনার্স-সহ বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকা জরুরি। বিশেষত MS Office, Spread Sheet, Tally এবং প্রেজেন্টেশন প্যাকেজ সংক্রান্ত অন্যান্য কাজ জানতে হবে আবেদনকারীকে।
অন্যদিকে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে বেতন ১১,০০০ টাকা। এক্ষেত্রেও স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীকে। তবে বাণিজ্য শাখারই পড়ুয়া হতে হবে, এমন শর্ত দেওয়া হয়নি। যেকোনও শাখার স্নাতকই এই পদে আবেদনের যোগ্য। তবে এমএস অফিস সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আরো পড়ুন- নারী পুরুষ সমান সমান, অথচ সংসার মানে সবটাই কি নারীর দায়িত্ব? পুরুষের কোন দায়িত্ব নেই?
এক্ষেত্রে বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আবেদনকারীর বয়স ০১.০১.২০২১ তারিখের ভিত্তিতে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটরের (Data entry operator) ক্ষেত্রে নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলায়।
এই দু’টি পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ভাইভা ভয়েসের মাধ্যমে। ৬ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন। আবেদনকারীরা এই পদে চাকরির জন্য অফলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট ফর্ম্যাট অনুযায়ী ফর্ম পূরণ করে তা SDO অফিসের ড্রপ বক্সে ফেলে আসতে হবে।
আরো পড়ুন- দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয়ে ঝগড়া লেগেই থাকে, তা না হলে কি দাম্পত্য জমে?
অ্যাকাউন্ট্যান্টের জন্য শূন্যপদ ৬ এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য শূন্যপদের সংখ্যা ৩১। অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ন্যূনতম ৩ বছর কোনও এনজিও বা সরকারি সংস্থাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যেকোনও সরকারি সংস্থা বা এনজিও-তে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন- Kissing is good for health: চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো জানেন কি?
রূপশ্রী প্রকল্পের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রয়োজনীয় নথিপত্রের কথা। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড, রেসিডেন্স প্রুফ, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কম্পিউটারের প্রশিক্ষণের সমস্ত সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে। আর লাগবে সাম্প্রতিক তোলা ২-টি পাসপোর্ট সাইজের ফটো।