Breaking Bharat : কথায় আছে রাস দেখাতো নবদ্বীপে । রাস উৎসবের কথা উঠলেই মানুষের মনে সর্বদাই নবদ্বীপের নামটাই সর্বপ্রথম আসে ।চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপের রাস যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত নবদ্বীপ বাসি। নবদ্বীপের রাস যাত্রা (Ras Yatra of Nabadwip) কে কেন্দ্র করেই দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। বিগত দু’বছর ধরে প্রায় বন্ধ ছিল যাত্রা।
সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়েই নিয়ম রক্ষার্থেই হত রাসের দেব-দেবীরা। এবছরেও অনেক বিধি-নিষেধ রয়েছে প্রশাসনিক দিক থেকে। প্রশাসনের সেই বিধি-নিষেধ কে মানতা দিয়েই রাস উৎসব শুরু করছেন নবদ্বীপ বাসি। রাস উৎসবের আকর্ষণীয় দেবদেবীর মূর্তি নিয়ে প্রদিশান করে গোটা নবদ্বীপ শহর পরিক্রমা করা। সেই অনুষ্ঠানে এবার নিষিদ্ধ জারি করল প্রশাসন।
আরো পড়ুন- তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, কখন আসে এই অবস্থা? কী বলেন তখন মেয়েরা ?
রাসে কোনরকম ঠাকুর প্রদিশান করা যাবে না । বিধির কথা মাথায় রেখেই প্রতিটি মন্ডপের তিনদিক খোলা রাখতে হবে। জাতের লোক জমায়েত না হয় সেই দিকে নজর রাখতে হবে পুজো কমিটি গুলোকে। কি মণ্ডপে স্যানিটাইজার থেকে মাক্স সবকিছুরই মজুদ রাখতে হবে।এছাড়া অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রশাসনের নজরদারি চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা থেকে এড়াতেই নজরদারি রেখেছে প্রশাসন।
আরো পড়ুন- মেয়েদের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি কিন্তু নিজের বাড়ি বলে আদৌ কিছু থাকে ?
অন্যান্য বছর যে পরিমাণ পুলিশ প্রশাসন নিয়োগ করা হয় রাসের ক্ষেত্রে এবছরে আরো কঠোর ভূমিকা গ্রহণ করেছে প্রশাসন। সরকারি বিধি-নিষেধকে মান্যতা দিয়ে এবারও রাস উৎসবে মেতে উঠলেন নবদ্দীপ বাসি। পুজো কমিটি তাদের মণ্ডপ শয্যা থেকে শুরু করে প্রতিমা শয্যার কাজে ব্যস্ত দেখা গেল। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুভ সূচনা হবে নবদ্বীপের রাসের। এই রাস উৎসবকে কেন্দ্র করে আনন্দের বন্যা নবদ্দীপ বাসির মনে।।