Breaking Bharat : গেরুয়া শিবির ছেড়ে আচমকাই ঘাসফুলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। আর তৃণমূলে গিয়েই প্রথম একাদশে খেলতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। কিন্তু একাধিকবার সম্ভাবনা সত্ত্বেও শেষমেশ মাঠের বাইরেই বাবুল! এবার সেই ঘটনাকেই কটাক্ষ করে মন্তব্য বিজেপি নেতা অনুপম হাজরার। নাম না করে রবিবার ফেসবুক পোস্টে তিনি লেখেন,’প্রথম একাদশে খেলতে চাওয়া বাংলার ছেলেটা মাঠের বাইরে!’
কয়েকদিন আগেই বিজেপি ছেড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Actress Srabanti Chatterjee)। তা নিয়ে কম শোরগোল পড়েনি বঙ্গ রাজনীতিতে। মুখ খুলেছিলেন অনুপম হাজরাও। শ্রাবন্তীর দলত্যাগে গেরুয়া শিবিরের বড়সড় ক্ষতি হবে বলেই আশঙ্কা করে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। যদিও কর্মী সমর্থকদের একাংশ শ্রাবন্তীকে নিয়ে করা সেই পোস্টটিকে ব্যঙ্গ হিসেবেই দেখেছেন। এবার অনুপমের তির বাবুল সুপ্রিয়? যদিও এদিন তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে দলবদলের পর বলা বাবুলের মন্তব্যকে কটাক্ষ করেই যে অনুপম ওই পোস্টটি করেছেন,তা বুঝতে বাকি নেই কারও।
রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। সেখানে তিনি লেখেন, ‘গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠালো। কিন্তু প্লেয়িং ১১-এ খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখল!!! ভারী অন্যায়!!! প্রতিবাদ জানাই!!!’
বাংলার রাজনীতিতে জার্সি বদলের ঘটনা নতুন নয়। তবে দলবদল করেই নেতা নেত্রীরা যেভাবে নানা মন্তব্য করেন, তা নিয়েও কাদা ছোড়াছুড়ির ঘটনা নেহাত কম নয়। কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। মন্ত্রিত্ব পদ খোয়ানোর জন্যই যে বাবুল দল ছেড়েছেন, এমনই সুর শোনা গিয়েছিল কর্মী সমর্থকদের একাংশের কথায়। তবে দল ছেড়েই প্রাক্তন বিজেপি নেতা ঘাসশিবিরের প্রথম একাদশে থাকতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
আরো পড়ুন- মেয়েদের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি কিন্তু নিজের বাড়ি বলে আদৌ কিছু থাকে ?
আরো পড়ুন- Pain after period : পিরিয়ডের এর পরে সমস্যা বাড়ছে ,যন্ত্রণা কমছে না? কী করবেন?
সামনে দাঁড়িয়ে লড়াই করার ইচ্ছে থাকলেও বাবুলকে সেই অর্থে সামনের সারিতে দেখা যায়নি। এমনকী, একাধিকবার সম্ভাবনা তৈরি হয়েছিল বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষত অর্পিতা ঘোষের রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করা নিয়ে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, তৃণমূলের তরফে ওই আসনে প্রার্থী করা হবে বাবুল সুপ্রিয়কে। কিন্তু তৃণমূলের শনিবারের টুইট যেন সেই সম্ভাবনায় বাদ সাধল। এদিন তৃণমূলের তরফে জানানো হয়েছে, লুইজিনহো ফ্যালেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করা হচ্ছে।
আরো পড়ুন- Cow milk: গরুর দুধ খাবেন কী করে? জল মিশিয়ে না জল ছাড়া? কিভাবে খেলে উপকার পাবেন?
অন্যদিকে গোয়ার নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে গিয়ে বলেছিলেন, ‘গোয়ায় আমি বহিরাগত নই’। সেই অনুযায়ী গোয়ায় তৃণমূলের কর্মকাণ্ড শুরু হলেও একপ্রকার মাঠের বাইরে বাবুল সুপ্রিয়। রবিবার অনুপম হাজরা কি ফেসবুক পোস্টে সেই বিষয়টি তুলেই খোঁচা মারলেন বাবুলকে? অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে রাজ্যবাসীর অধিকাংশ তো তেমনটাই মনে করছেন।