Breaking Bharat: প্রতিদিন ৭০ লক্ষ টাকা খরচ করা এই গৃহবধূকে চেনেন? টাকা রোজগার করা যখন মানুষের কাছে স্বপ্ন তখন টাকা খরচ করা কারো শখ হতে পারে? কী করেন ওই গৃহবধূ?
মানুষ টাকা উপার্জন করেন সেটা খরচ করার জন্য এই কথাটা পৃথিবীতে ধ্রুব সত্য কিন্তু তাই বলে অকারনে খরচ করার কোন অর্থ আছে কি? আপনি হয়তো ভাবছেন হঠাৎ করে এই প্রশ্ন কেন উঠছে কারণ আজকের প্রতিবেদনে আমরা যে মানুষের কথা বলতে চলেছি তিনি দিনে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করেন।
প্রতিদিন ৭০ লক্ষ টাকা খরচ?
মহিলা যার জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে তার স্বামীর টাকা খরচ করা। এই প্রতিবেদন যারা পড়ছেন তারা নিশ্চয়ই ভাবছেন ওই মহিলা অত্যন্ত ভাগ্যবতী। আসলে এমন স্বামী পাওয়া তো সহজ কথা নয় যিনি প্রতিদিন তার স্ত্রীকে কোন কারণ ছাড়াই লক্ষ লক্ষ টাকা খরচ করার অনুমতি দেবেন।
তাহলে চলুন স্বামী এবং স্ত্রী দুজনের সঙ্গেই পরিচয়টা সেরে ফেলা যাক। একটু জানিয়ে দেবো এনারা কেউ কিন্তু আমাদের দেশের বাসিন্দা নন। দুবাইয়ের বাসিন্দা ‘সৌদি’ এবং তাঁর স্বামী এইরকম ভাবে জীবন যাপন করতেই অভ্যস্ত।
ভালো টাকা রোজগার করে ভালো ভালো খাবার খাওয়া জামা কাপড় কিনা এবং বিদেশে ঘুরতে যাওয়া, এই স্বপ্ন প্রায় প্রত্যেক মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের থাকে। কিন্তু টাকা পয়সা হাতে না থাকলে মনে হয় স্বপ্ন দেখাটাও বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনিও যদি এই তালিকার মধ্যে নাম লিখিয়ে থাকেন তাহলে এই প্রতিবেদন পড়ে আপনার সত্যিই মনে হবে “এমন কেন সত্যি হয় না আহা”।
প্রত্যেকদিন ৭০ লক্ষ টাকার কেনাকাটা করা গৃহবধূ:
একজন মানুষ দিনের সত্যের লক্ষ টাকার কেনাকাটা করতে পারেন এই ভাবনাটাই সাধারণের মনে আসবে না। কিন্তু বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখায় নয়, দৈনন্দিন জীবনে সেই বিলাসবহুল জীবনযাত্রার প্রতিফলন ঘটান এই কাপল।
প্রতি মাসে বিদেশে যাওয়া এক মাস অন্তর গাড়ি কেনা এবং প্রত্যেকদিন ৭০ লক্ষ টাকার কেনাকাটা করা , এমন জীবন সত্যিই রূপকথার গল্পের মতো। দুবাইয়ের বাসিন্দা সৌদি এবং তাঁর স্বামী জামাল এটা অত্যন্ত সাধারণ চোখেই দেখেন।
কী করেন ওই গৃহবধূ?
‘সৌদি’ বাড়ির কাজ করতে ভালোবাসেন তবে তার সব থেকে বেশি পছন্দ বেড়ানো এবং শপিং করা তাঁর অন্যতম প্রিয় কাজ। মানে ধরুন কেনাকাটা করতে পারলে আর কিছু চাই না স্বামী স্ত্রী দুজনেরই। প্রতিদিন প্রায় ৬০-৭০ লক্ষ টাকা খরচ করে গোটা শপিংমল তুলে নিজের বাড়িতে নিয়ে আসেন।
আরো পড়ুন – CBI Officer: আপনি কি সিবিআই অফিসার হতে চান? এই চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জেনে নিন
ব্র্যান্ডেড জামাকাপড় পরিধান করেন এবং দামি দামি আসবাবে সাজিয়ে রেখেছেন তাদের সংসার। এই মহিলা কিন্তু সোশ্যাল মিডিয়ার বেশ জনপ্রিয় এবং রীতিমতো তার অনুরাগীরা তাকে ফলো করেন।
নিজের জীবনে নানা ঘটনা সেটা বেড়াতে যাওয়ার হোক কিংবা কেনাকাটা করার সবটাই সৌদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন।
আরো পড়ুন – Indian millionaires: ভারতীয় কোটিপতিরা কি দেশ ছাড়ছেন? কী ব্যাপার বলুন তো?
দুজনের পছন্দের জায়গা হল মলদ্বীপ, চার বছর হলো বিয়ে হয়েছে অথচ এতবার সেখানে গেছেন যে গোটা জায়গা হাতের তালুর মত চেনা। মাঝেমধ্যেই একঘেয়েমি কাটাতে ঘুরে আসেন ইংল্যান্ড থেকে। এবারে প্ল্যানিং জাপানে যাওয়ার।
আরো পড়ুন – Rachna Banerjee: দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জী নতুন ব্যবসা খুলছেন? কি সেই ব্যবসা?
রূপচর্চায় প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি খরচ সৌদিরখাওয়া-দাওয়াতে কয়েক হাজার টাকা খরচ করেন এনারা। জামাল পেশার ব্যবসায়ী আসলে জীবনের সবটুকু উপভোগ করতে এভাবেই জীবন যাপন করতে পছন্দ করেন।