50 Megapixel Multiple Camera Phone: ৮ থেকে ৯ হাজার টাকার মধ্যে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, সাথে দারুন ফিচার্স! ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে এরকম ফোন খুঁজছেন? বাজেট যদি ৮ থেকে ৯ হাজার টাকার মধ্যে হয় তাহলে চিন্তা কিসের?
স্মার্টফোন আজকের দিনে এত গুরুত্বপূর্ণ যে প্রতিমুহূর্তে এর চাহিদা বেড়েই চলেছে। প্রতিটি কম্পানি বাজারে নানা ধরনের স্মার্টফোন নিয়ে আসছে। কোনও ফোন হয়তো আপনার বাজেটের সঙ্গে ভীষণভাবে মিলে যাচ্ছে কিন্তু কোনও ফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে না।
কিন্তু তাই বলে চিন্তা করার কিছু নেই আপনাকে বুঝতে হবে যে আপনি যেটা চাইছেন সেটা কোন কোম্পানি আপনার কাছে পৌঁছে দিতে পারে আর তার জন্য দরকার এই সংক্রান্ত ইনফরমেশন। এই প্রতিবেদনে আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আর আপনি জেনে অবাক হবেন যে মাত্র ১০ হাজার টাকারও কম দামে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা কিনতে পারেন আপনিও।
৫০ মেগাপিক্সেলের একাধিক ক্যামেরা ফোন:
একাধিক নামিদামী ব্র্যান্ড আপনাকে এই সুযোগ করে দিচ্ছে আপনার পছন্দ কোনটা সেই মতো একটা বুক করে নিলেই হল। তবে যেহেতু প্রযুক্তিগত প্রোডাক্ট কিনবেন তাই অবশ্যই ভালো করে এই সংক্রান্ত তথ্য জেনে নিয়ে তবেই কেনাকাটা করবেন। তাহলে চলুন নজরকাড়া ফিচার সমৃদ্ধ বাজেট ফ্রেন্ডলি ফোনের দিকে একবার তাকানো যাক।
যারা প্রতিদিন টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন কিংবা এই সংক্রান্ত আপডেটের দিকে চোখ রাখেন তারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে সম্প্রতি বেশ কিছু জনপ্রিয় মোবাইল কোম্পানি ভারতে এই ধরনের ফোন লঞ্চ করেছে, যেগুলোর দাম ১০,০০০ টাকার নিচে। আপনি হয়তো ভাবছেন এগুলো কোন লোকাল ব্র্যান্ড হবে বা এই জাতীয় কিছু।
আরো পড়ুন – Lava Agni 2 5G: লাভা অগ্নি ২ ফোনের ক্যামেরা DSLR কেও হার মানিয়ে দেবে সেটা কি জানেন?
তাহলে আপনাদের জানিয়ে দিই এই তালিকায় রয়েছে Redmi, Realme, Lava, Poco। আমরা আজকে এই প্রতিবেদন শুরু করব Poco C55 – এর প্রসঙ্গ দিয়ে। প্রথমেই আপনাকে বলে রাখি যে এই ফোনের দাম ৮,৪৯৯ টাকা থেকে শুরু।
এই মডেল ১২০ Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৬ জিবি RAM পেয়ে যাবেন। আর হ্যাঁ ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
ভরসা বিশ্বাসযোগ্যতার জায়গায় অনেকেরই স্যামসাং কোম্পানির ফোন পছন্দ। Samsung Galaxy F04 এর দাম ৭,৪৯৯ টাকা থেকে শুরু। এই ফোনে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এই ফোন ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজ পাবেন । এই মডেল MediaTek Helio P35 চিপসেট দ্বারা চালিত।
এখানে অবশ্য আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন না কারণ ফোনটিতে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। তবে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য এই ফোনে ৫০০০ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন – এতো কম দামে AC ? মাত্র 3000 টাকা হাতে থাকলেই কেল্লাফতে, পাবেন নতুন এসি!
আপনি যদি Lava সিরিজের ফোন আগে ব্যবহার না করে থাকেন তাহলে Blaze 2 ব্যবহার করে দেখতে পারেন। একেবারে বাজেটের মধ্যে চলে আসবে এই ফোন, দাম মাত্র ৮,৯৯৯ টাকা থেকে শুরু। ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ পাবেন আর এতে Unisoc T616 চিপ রয়েছে । ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।
আরো পড়ুন – Best Scooty: এই ‘স্কুটি’ গুলো খুব হালকা, বাড়ির ছোট থেকে বড়ো সবাই চালাতে পারবে
এবার বলব তরুণ প্রজন্মের পছন্দের রিয়েল মি ব্র্যান্ডের কথা। এইবার আপনাদের জন্য এসেছে Realme C33 – যার দাম মাত্র ৮,৯৯৯ টাকা থেকে শুরু। এই ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের এক্সপোজার ক্যামেরা রয়েছে। কোম্পানীর দাবী এই ফোন ব্যবহার করে যারা ছবি তুলবেন তারা আর কখনো অন্য ক্যামেরার কথা ভাবতেই পারবেন না।