Breaking Bharat: অত্যন্ত কষ্টের মধ্যে আছেন? নিজেকে ভালো রাখার মন্ত্র খুঁজুন আজই! প্রবল আর্থিক কষ্টে থাকলে এই কথাগুলো শুনতে ভালো লাগে না। তখন কী করবেন?
মানুষ সবসময় ভাল থাকতে পারেন না। কিছুটা হয়তো আর্থিক কারণে কিছুটা আবার মানসিক যন্ত্রণার জন্য। কিন্তু ভালো থাকার প্রচেষ্টা প্রত্যেকটা মুহূর্তে চালিয়ে যেতে হয়। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী বা হ্যাপি মনে হয় বাস্তবটা হতো সেরকম নাও হতে পারে। অন্যকে দিয়ে বিচার করা নয়। নিজের উপলব্ধি দিয়ে ভালো থাকার রসদ খুঁজতে হবে আপনাকে। প্রবল আর্থিক কষ্টে থাকলে এই কথাগুলো শুনতে ভালো লাগে না। তখন কী করবেন?
আমাদের জীবনের অনেকগুলো পর্যায় থাকে। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত একটা একটা করে সেই পর্যায় অতিক্রম করতে থাকি আমরা। এবার ছোটবেলার অনেক পাওয়ার না পাওয়ার হিসেবগুলোর সঙ্গে বড়বেলার হিসেবগুলো কিছুতেই যেন মিল খেতে চায় না।
তাই খুব স্বাভাবিকভাবেই ‘মনের মধ্যে হতাশা‘ জন্ম নেয়। তারপর যদি সমগোত্রীয় কাউকে দেখেন অনেক উন্নতি করেছে বা আর্থিকভাবে ভালো আছে তাহলে নিজের খারাপ থাকাটা একটু বেশি রকমেরই হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে গেলে আপনাকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।
দেখুন আপনি অর্থ কষ্টে আছেন এটা যেমন সত্যি ঠিক তেমন ভাবেই আপনাকে জানতে হবে ঠিক কোন কাজটা করলে আপনি অর্থ লাভ করতে পারবেন। মনে রাখতে হবে আমরা যে কাজকর্মগুলো করি তার ভিত্তিতে আমরা পারিশ্রমিক পাই। কিন্তু অনেক সময় দেখা যায় ভাগ্য সহায় হচ্ছে না তাই হয়তো কাজের উপযুক্ত মূল্যায়ন নেই। এখান থেকে হেরে যাওয়ার শুরু।
আমরা বলি এই জায়গায় যাবার আগে নিজেকে এবং চিন্তা ভাবনাকে আটকান আপনি। নিজের উপর বিশ্বাস রাখাটা জীবনে বড় হওয়ার জন্য অত্যন্ত জরুরী। আপনি যদি আগে থেকেই হেরে বসে থাকেন তাহলে আর উঠে দাঁড়ানোর মানসিকতা তৈরি হবে না। মনে রাখবেন অর্থ উপার্জনের একাধিক মাধ্যম খোলা রয়েছে আজকের যুগে। শুধুমাত্র ঠান্ডা মাথায় নিজের ট্যালেন্টকে সঠিক দিশা দেখাতে হবে।
ধরে নিচ্ছি আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন কিন্তু সেটাতে আপনি উপযুক্ত টাকা পাচ্ছেন না। অথবা ধরুন আপনি যে কাজটা থেকে টাকা যে সময়টাতে পাবেন বলে আশা করেছিলেন সেটা হলো না। এর ফলে আপনার কার্যসিদ্ধি হচ্ছে না।
সেক্ষেত্রে বিকল্প কোন উপায়ে সৎ ভাবে আপনি টাকা পেতে পারেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আপনাদের একটা কথা বলি, বিশ্বাস করুন বা না করুন ঈশ্বর আছেন সেটা ভুলে গেলে চলবে না। আপনি যদি সঠিক পথে কাজ করেন ঈশ্বরে ভক্তি রাখেন তাহলে কর্মফল পাবেন। সাময়িকভাবে খারাপ থাকা কে আপনার ভাগ্যের দশা বলে ধরে নেবেন না।
সব খারাপের একটা ইতিবাচক দিক লুকিয়ে থাকে। আপনি যদি চান অন্ধকার পেরিয়ে আলোর উৎস খুঁজতে তাহলে নিজেই ভরসা করতে পারেন নিজেকে। ঈশ্বরের ওপর আস্থা রাখুন। আপনি যদি ভালো কাজ করেন ধর্মপথে ভক্তি রাখেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ করুণা থেকে কখনোই বঞ্চিত হবেন না। এই বিশ্বাস নিজের মধ্যে রাখতে হবে। ভরসা রাখুন যে আপনি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবেন।
এটাই সবথেকে বড় কথা। চেষ্টা করলে ভগবান লাভ করা সম্ভব সে কথাই বুঝিয়ে গেছেন রামকৃষ্ণ পরমহংসদেব তাহলে নিজের খারাপ অবস্থা কাটিয়ে উঠতে পারবেন না আপনি এমনটা ভাবছেন কেন?